Wednesday, February 2, 2022

পর্যায় সারনী থেকে যত উপায়ে সৃজনশীল প্রশ্ন হতে পারে | ৪র্থ অধ্যায় | রসায়ন | ৯ম-১০ম শ্রেণি

পর্যায় সারণি থেকে নিম্নোক্ত টপিক গুলো থেকে প্রশ্ন হতে পারেঃ

১. পর্যায় সারণিতে মৌলের অবস্থান নির্ণয়'

২. পারমানবিক আকার

৩. ইলেকট্রন আসক্তি

৪. আয়নিকরন শক্তি

৫. তড়িৎ ঋণাত্মকতা

৬. ধাতব ক্রম / ধাতব ধর্ম


(প্রতিটি টপিক থেকে যত উপায়ে প্রশ্ন হতে পারে সেগুলো নিচে ধাপে ধাপে দেখানো হলো। প্রতিটি টপিকের ক্ষেত্রে একটি নমুনা প্রশ্নের উত্তর দেয়া আছে। সেটার মতো করে বাকী প্রশ্ন গুলোর উত্তর নিজে প্রাকটিস করবে।)


১. পর্যায় সারণিতে মৌলের অবস্থান নির্ণয়

💠

ইলেকট্রন বিন্যাস উল্লেখপূর্বক পর্যায় সারণিতে D এর অবস্থান নির্ণয় কর। 


💠


ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় সারণিতে Y এর অবস্থান নির্ণয় কর। 


💠

পর্যায় সারণিতে Y মৌলের অবস্থান নির্ণয় কর। 


২. পারমানবিক আকার

(পারমানবিক আকার কী এবং এটা থেকে কিভাবে প্রশ্নের উত্তর লিখবে সেটা জানতে এখানে ক্লিক করো।)

💠

 

কোন মৌলটির আকার সবচেয়ে বড়? ব্যাখ্যা কর।


💠 


A থেকে B এর দিকে যেতে পারমানবিক আকারের পরিবর্তন ব্যাখ্যা কর। 


💠

X মৌল থেকে R মৌল পর্যন্ত পারমানবিক ব্যাসার্ধ হ্রাস বৃদ্ধির কারন ব্যাখ্যা কর। 


💠 X, Y ও Z তিনটি মৌল যাদের নিয়ক্লিয়াসে 12, 29 ও 18 টি প্রোটন আছে। মৌলগুলোর আকারের ক্রম বিশ্লেষন কর।


💠 


উদ্দীপকের তিনটি মৌলের পারমানবিক ব্যাসার্ধ ও তড়িৎ ঋণাত্মকতার ক্রম একই হবে কী? বিশ্লেষন কর।

💠 

উদ্দীপকের চিত্রদ্বয়ের একটি উল্লিখিত মৌলগুলোর আয়নিকরন শক্তি ও অপরটি আকারের পরিবর্তন প্রকাশ করে - বিশ্লেষন কর। 

💠

X, Y, Z মৌল তিনটির পারমানবিক আকারের ক্রম বিশ্লেষণ কর। 

💠
উদ্দীপকের X, Y, Z মৌলগুলোর মধ্যে কোনটির পারমানবিক ব্যাসার্ধ তুলনামূলক কম? বিশ্লেষণ কর। 

💠

উদ্দীপকের মৌল তিনটির পারমানবিক আকার ও ইলেকট্রন আসক্তি ভিন্ন কি? বিশ্লেষণ কর। 


💠

পর্যায়ের কথা বিবেচনা করে ১ম বৃত্তের মৌলগুলোর আকারের ক্রম বিশ্লেষণ কর। 


ইলেকট্রন আসক্তি

💠

উদ্দীপকের পর্যায়ের বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তির মানের পরিবর্তন হয়- বিশ্লেষন করো। 

💠

উদ্দীপকের মৌল তিনটির পারমানবিক আকার ও ইলেকট্রন আসক্তি ভিন্ন কি? বিশ্লেষণ কর। 


আয়নিকরন শক্তি

💠

A থেকে C এর দিকে যেতে আয়নিকরন শক্তির মানের পরিবর্তন বিশ্লেষন কর।


💠

উদ্দীপকের চিত্রদ্বয়ের একটি উল্লিখিত মৌলগুলোর আয়নিকরন শক্তি ও অপরটি আকারের পরিবর্তন প্রকাশ করে - বিশ্লেষন কর। 


💠


A, B, C মৌল তিনটির আয়নিকরন শক্তির ক্রম ব্যাখ্যা কর। 


💠

যুক্তিসহ A, B, C এর আয়নিকরণ শক্তির তুলনা কর। 


💠

D, L, X মৌলের আয়নিকরন শক্তির ক্রম বিশ্লেষন কর। 



তড়িৎ ঋণাত্মকতা
💠

উদ্দীপকের তিনটি মৌলের পারমানবিক ব্যাসার্ধ ও তড়িৎ ঋণাত্মকতার ক্রম একই হবে কী? বিশ্লেষন কর। 

💠

২য় বৃত্তের কোন মৌলের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি তা পরমানুর আকারের সাহায্যে বিশ্লেষণ কর। 


ধাতব ক্রম / ধাতব ধর্ম

💠


A গ্রুপের মৌলগুলোর ধাতব ক্রম ব্যাখ্যা কর। 

Share: