আমরা কি 'টিউশনি' করাই? নাকি 'প্রাইভেট' পড়াই? কোনটা? আসলে আমরা কোনোটাই করাই না!
এখন বাকী থাকে 'টিউশন' (Tuition) শব্দটি। 'Tuition' শব্দের অর্থ 'শিক্ষাদান'। যদি কেউ এই শব্দটি বলে তাহলে বিশেষ কোনো সমস্যা নেই।
কিন্তু এ শব্দটাতেও কিছুটা ঝামেলা আছে। আমরা কেউ কেউ 'টিউশন' বলতে শুধুমাত্র বাসায় গিয়ে অ্যাকাডেমিক কিছু পড়ানোকেই বুঝি। কিন্তু 'Tuition' বলতে যেকোনো ধরণের শিক্ষাদান পদ্ধতিই হতে পারে। যেমনঃ গান / নাচ / চিত্রাঙ্কন শিখানো, স্কুল / কলেজ / বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদান, কোচিং সেন্টারে গিয়ে পড়ানো ইত্যাদি।
এছাড়া Tuition শব্দটিকে কেউ এভাবে 'Tution' ('u' এর পরে 'i' দেয় না) বানান করে। কিন্তু এ শব্দটিরও কোনো অস্তিত্ব নেই। তবে এটি কিছু কিছু শব্দের মধ্যে suffix হিসেবে থাকে। স্বতন্ত্র কোনো শব্দ হিসেবে নেই।
যেমনঃ
Prostitution = পতিতাবৃত্তি / বেশ্যাবৃত্তি
Substitution = প্রতিস্থাপন
সবশেষে বলা যায়, বাসায় গিয়ে শিক্ষার্থী পড়ানোর সিস্টেমটি হলো 'হোম টিউশন' বা 'প্রাইভেট টিউশন'। আর যিনি পড়ান তাকে বলা যাবে- 'হোম টিউটর'।