তাহলে আমরা বাংলা ভাষার মাধ্যমে দিনভর এতো সুবিধা নেয়ার পরেও কেন এই ভাষার কিছু কিছু বর্ণমালাকে এখনও ব্যঙ্গাত্মক ভাবে উচ্চারণ করবো? কেন এখনও 'মূর্ধন্য-ষ' কে 'প্যাট কাঁটা ষ' বলবো? আর 'তালব্য-শ' কে 'তালেবেশ্যা' বলবো? অথচ এই বর্ণমালা গুলো তো শত শত বছর ধরে বাংলার কোটি কোটি মানুষের জিহ্বা-ঠোঁটে বসবাস করে আসছে।
যদিও বর্তমানে আধুনিক শিক্ষার ছোঁয়ায় কিছু কিছু মানুষ পরিপূর্ণ ও শুদ্ধ ভাবেই উচ্চারণ করে বা করার চেষ্টা করে। তাদেরকে সাধুবাদ জানাই। আবার কারও কারও শেখার ইচ্ছা থাকা সত্ত্বেও উপযুক্ত পরিবেশের অভাবে শেখা হয়ে ওঠে না। তাদেরকে আমি দোষারোপ করছি না। কারন তাদের অন্তত আগ্রহটা আছে।
তো, যাদের এই আগ্রহ আছে সেরকম কিছু মানুষের জন্যই এই লেখাটি। এখানে বাংলা বর্ণমালার বাছাইকৃত কিছু বর্ণ নিয়ে ব্যাখ্যা করার করেছি; যেগুলো অধিকাংশ মানুষই স্বল্প শিক্ষা বা আঞ্চলিকতার কারনে ভুল ভাবে উচ্চারণ করে আসছে।
তবে আমি বলছি না, সর্বদাই শুদ্ধ ও চলিত বাংলা ভাষায় কথা বলতেই হবে। আমি আঞ্চলিকতার বিপক্ষে নই। আমি নিজেও সারাদিনে কিছু আঞ্চলিক শব্দ / বাক্য ব্যবহার করি। কিন্তু একজন সচেতন মানুষ হিসেবে এগুলো নিয়মিত ব্যবহার না করলেও অন্তত জেনে রাখাটার গুরুত্বও অনেক। ভবিষ্যতে আপনার মাধ্যমে যারা বাংলা বর্ণমালা শিখবে তাদের জন্য হলেও আপনার জানাটা জরূরী
তো, আর কথা না বাড়িয়ে শুরু করা যাক...
স্বরবর্ণ (যেগুলো সবচেয়ে বেশি ভুল হয়)
অ
ভুলঃ স্বরে অ, স্বর অ, স্বরো অ
শুদ্ধঃ শুধুমাত্র 'অ' বলতে হবে। কারণ বাংলা স্বরবর্ণের প্রতিটি বর্ণই একেকটি স্বর। স্বর-অ যদি বলি তাহলে তো সবগুলো স্বরবর্ণের আগেই স্বর বলা উচিত ছিলো। অনরুপভাবে ব্যঞ্জনবর্ণের আগেও 'ব্যঞ্জন' বলা উচিত ছিলো। তাই বর্ণের শুরুতে 'স্বর' না বলে শুধুমাত্র 'অ' বলতে হবে।
আ
ভুলঃ স্বর আ, স্বরেআ
শুদ্ধঃ শুধুমাত্র 'আ' (আগের বর্ণটির নিয়ম)
ই
ভুলঃ রস্বোই
শুদ্ধঃ হ্রস্ব ই (রস্-সো ই)
ঈ
ভুলঃ দীর্ঘোই
শুদ্ধঃ দীর্ঘ ঈ (দীর্-ঘো ই)
উ
ভুলঃ রস্যু
শুদ্ধঃ হ্রস্ব উ (রস্-সো উ)
ঊ
ভুলঃ দীর্ঘু
শুদ্ধঃ দীর্ঘ উ (দীর-ঘো উ)
গ
ভুলঃ ছোট গ, ছোডো গ
শুদ্ধঃ শুধুমাত্র 'গ' বলতে হবে।
ঘ
ভুলঃ ঘহা, বড় ঘ
শুদ্ধঃ শুধুমাত্র 'ঘ' বলতে হবে।
ঙ
ভুলঃ উমো
শুদ্ধঃ উঁয়ো (অর্থাৎ হালকা নাকে বাজিয়ে 'উঁয়ো' বলতে হবে)
ঞ
ভুলঃ নিয়ো
শুদ্ধঃ ইঁয়ো (অর্থাৎ হালকা নাকে বাজিয়ে 'ইঁয়ো' বলতে হবে)
ভুলঃ বোর্গেজ জ, বর্গেজ জ, ছোট জ, ছোডো জ
শুদ্ধঃ বর্গীয় জ (বোর্-গি-য়ো জ)
ভুলঃ ঝহা, বড় ঝ
সঠিকঃ শুধুমাত্র 'ঝ' বলতে হবে।
ভুলঃ ঢহা, বড় ঢ
শুদ্ধঃ শুধুমাত্র 'ঢ' বলতে হবে।
ণ
ভুলঃ মধ্যেন ন, মদ্দেন্ন, বড় ণ
শুদ্ধঃ মূর্ধন্য ণ (মূর্-ধোন্-নো ণ)
ন
ভুলঃ দোন্তোন্ন, দন্তেন্ন, ছোট ন
শুদ্ধঃ দন্ত ন (দোন্-তো ন)
ভুলঃ হাঁটু ভাঙ্গা দ, ছোট দ, ছোডো দ
শুদ্ধঃ শুধুমাত্র ‘দ’।
ধ
ভুলঃ কান্দাবাড়ি ধ, কান্ধাবাড়ি ধ, কান্ধেবাড়ি ধ, বড় ধ
শুদ্ধঃ শুধুমাত্র ‘ধ’। সাথে আর কিছুই বলতে হবে না।
ভুলঃ ছোট ব
শুদ্ধঃ শুধুমাত্র 'ব' বলতে হবে।
ভুলঃ ভহা, বড় ভ
শুদ্ধঃ শুধুমাত্র ভ বলতে হবে।
য
ভুলঃ অন্তেজ য, অন্তজ য
শুদ্ধঃ অন্তস্থঃ য (অন্-তোস্-থো য)
র
ভুলঃ রেফ র
শুদ্ধঃ শুধুমাত্র 'র'; অথবা ব এ বিন্দু র
শ
ভুলঃ তালেবেশ্যা, তালেবশ্যা, তালোবশ্যা
শুদ্ধঃ তালব্য শ (তা-লো-ব্-বো শ)
ষ
ভুলঃ প্যাট কাঁটা ষ, প্যাট কাডা ষ, মধ্যেন্নেশ ষ, মধ্যন্নশ ষ
শুদ্ধঃ মূর্ধন্য ষ (মূর-ধোন্-নো ষ)
ভুলঃ দন্তেস স, দন্তস স, দন্তনেস স
শুদ্ধঃ দন্ত স (দোন্-তো স)
ভুলঃ ডররা, ডয় শুন্য ড়
শুদ্ধঃ শুধুমাত্র ড়; অথবা, ড এ বিন্দু ড়
ঢ
ভুলঃ ঢররা, ঢররী
শুদ্ধঃ শুধুমাত্র 'ঢ'
ভুলঃ অন্তস্তিয়
শুদ্ধঃ অন্তস্থঃ অ (অন্-তোস্-থো অ)
ৎ
ভুলঃ
শুদ্ধঃ খন্ড-ত (খন্-ডো ত)
ং
ভুলঃ অনেস্বার
শুদ্ধঃ অনুস্বার (ওনুস্-সার)
ঃ
ভুলঃ বিসর্গু
শুদ্ধঃ বিসর্গ (বি-সোর্-গো)
ঁ
ভুলঃ চন্দবিন্দু
শুদ্ধঃ চন্দ্রবিন্দু
[আমি আমার সাধ্যমতো কিছু রিসোর্স ঘাঁটাঘাঁটি করে এবং দীর্ঘদিনের বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে চেষ্টা করেছি- বর্ণ গুলোর উচ্চারণ শুদ্ধভাবে লেখার জন্য। তারপরও আপনি যদি এর মধ্যে কোনো ত্রুটি খুঁজে পান তাহলে অনুগ্রহ করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি সংশোধন করে নিবো, ইন শা আল্লাহ।]