হে = H (হাইড্রোজেন)
লি = Li (লিথিয়াম)
না = Na (সোডিয়াম)
কে = K (পটাশিয়াম)
রুবি = Rb (রুবিডিয়াম)
সাজিয়ে = Cs (সিজিয়াম)
ফিরেছে = Fr (ফ্রান্সিয়াম)
Group-2
বিনা = Be (বেরিলিয়াম)
মেঘনা = Mg (ম্যাগনেসিয়াম)
কনা = Ca (ক্যালসিয়াম)
স্যারের = Sr (স্ট্রনসিয়াম)
বাসায় = Ba (বেরিয়াম)
রাঁধে = Rh (রেডিয়াম)
Group-3 থেকে Group-13 পর্যন্ত মৌলগুলো অবস্থান্তর মৌল। এখানে সব মৌলগুলোকে আলাদা ভাবে মনে রাখার প্রয়োজন নেই। তবে কিছু কিছু মৌল প্রয়োজন। যেমনঃ Group-11 এর 4টি মৌলঃ Cu, Ag, Au ও Rg। এরা অভিজাত ধাতু। আবার এদের মধ্যে 3টি হলো মুদ্রা ধাতুঃ Cu, Ag ও Au (ছন্দঃ কোথায় আজ আমি?)।
Group-13
বিমান = B (বোরন)
এলো = Al (অ্যালুমিনিয়াম)
গেলো = Ga (গ্যালিয়াম)
ইন্ডিয়া = In (ইন্ডিয়াম)
থাইল্যান্ড = Ti (থ্যালিয়াম)
Group-14
কবিতা = C (কার্বন)
সিলেট = Si (সিলিকন)
গেলে = Ge (জার্মেনিয়াম)
সানিকে = Sn (টিন)
পাবে = Pb (লেড)
Group-15
ন্যাশনাল = N (নাইট্রোজেন)
পার্টি = P (পটাশিয়াম)
আসিতেছে = As (আর্সেনিক)
সবার = Sb (অ্যান্টিমনি)
বিশ্বাসে = Bi (বিসমাথ)
Group-16
ও = O (অক্সিজেন)
এস = S (সালফার)
এসসি = Se (সেলেনিয়াম)
তে = Te (টেলুরিয়াম)
পড়ে = Po (পোলোনিয়াম)
Group-17
ফ্লোর = Fl (ফ্লোরিন)
কলনীর = Cl (ক্লোরিন)
বাসায় = Br (ব্রোমিন)
আয়রিন = I (আয়োডিন)
আছে = As (অ্যাস্টেটাইন)
(এই গ্রুপের মৌলগুলোর নাম আলাদা ভাবেই মনে রাখার চেষ্টা করবে।)
Group-18
হেলিনা = He (হিলিয়াম)
নিয়ন = Ne (নিয়ন)
আর = Ar (আর্গন)
কিশোর = Kr (ক্রিপ্টন)
যাবে = Xe (জেনন)
রংপুর = Rn (রেডন)
(এই গ্রুপের মৌলগুলোর নাম আলাদা ভাবেই মনে রাখার চেষ্টা করবে।)