তুমি শুধুমাত্র সব ভেক্টর রাশিগুলো মনে রাখতে পারলেই স্কেলার রাশিও মনে রাখতে পারবে। কারন ভেক্টর রাশি বাদে অন্য সব রাশি-ই হবে স্কেলার রাশি। তাই ভেক্টর রাশি মনে রাখার কৌশলটি জানতে হবে।
নিচের ছন্দটির মাধ্যমে প্রায় পরিচিত সকল ভেক্টর রাশিগুলোই মনে রাখা সম্ভব।
ছন্দঃ "ভবে সব পৃও তম ভাসে প্রেমে"
ভ = ভরবেগ (ভর কিন্তু ভেক্টর রাশি নয় , ভর স্কেলার রাশি)
বে = বেগ
স = সরন
ব = বল
পৃ = পৃষ্ঠটান (যেকোনো ধরণের পৃষ্ঠটান, সেটা তরলের বা গ্যাসের যার-ই হোক না কেন।)
ও = ওজন
ত = ত্বরণ
ম = মন্দন
ভা = ভ্রামক (যেকোনো ধরণের ভ্রামক। যেমনঃ বলের ভ্রামক, চৌম্বকের ভ্রামক ইত্যাদি। তবে জড়তার ভ্রামক স্কেলার রাশি।)
সে = সান্দ্রতা
প্রে = প্রাবাল্য (যেকোনো ধরণের প্রাবাল্য। যেমনঃ তড়িৎ প্রাবাল্য, চৌম্বক প্রাবাল্য, বৈদ্যুতিক প্রাবাল্য, ভূ চৌম্বকের আনুভূমিক প্রাবাল্য ইত্যাদি।)
মে = মন্দন (আগেই এটা বলা হয়েছে)