কোষ কাকে বলে?
জীবদেহের গঠন ও কাজের একককে কোষ বলে।
কোষপ্রাচীর কী?
উদ্ভিদ কোষের সর্বাপেক্ষা বাহিরের দিকে যে আবরন / পর্দা থাকে তাকে কোষপ্রাচীর বলে।
কোষঝিল্লী কাকে বলে?
প্রোটোপ্লাজমের বাহিরে দুই স্তর বিশিষ্ট পর্দাকে কোষঝিল্লী বলে।
প্রোটোপ্লাজম কাকে বলে?
কোষের ভিতরে অর্ধস্বচ্ছ ও জেলির মতো পদার্থকে প্রোটোপ্লাজম বলে।
সাইটোপ্লাজম কাকে বলে?
প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে বাদ দিলে যে জেলির মতো বস্তু থেকে যায় তাকে সাইটোপ্লাজম বলে।
মাইটোকন্ড্রিয়া কাকে বলে?
কোষের ভিতরে যে অঙ্গানুর মধ্যে শক্তি উৎপন্ন হয় হয় তাকে মাইটোকন্ড্রিয়া বলে।
প্লাস্টিড কাকে বলে?
উদ্ভিদ কোষের মধ্যে যে অঙ্গানুটি খাদ্য প্রস্তুত করে এবং দেহকে বর্ণময় ও আকর্ষনীয় করতে সাহায্য করে তাকে প্লাস্টিড বলে।
ক্লোরোপ্লাস্ট কাকে বলে?
যে প্লাস্টিডের রঙ সবুজ তাকে ক্লোরোপ্লাস্ট বলে।
ক্রোমোপ্লাস্ট কাকে বলে?
যে প্লাস্টিডের রঙ সবুজ নয়, তবে রঙিন তাকে ক্রোমোপ্লাস্ট বলে।
লিউকোপ্লাস্ট কাকে বলে?
যে প্লাস্টিডে কোনো রঞ্জক পদার্থ থাকে না তাকে লিউকোপ্লাস্ট বলে।
এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কাকে বলে?
কোষের সাইটোপ্লাজমে জালিকার মতো যেসব মসৃন বা অমসৃন অঙ্গানু গুলো দেখা যায় তাদেরকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলে।
কোষগহবর কাকে বলে?
কোষের মধ্যে যে আপাত ফাঁকা স্থান দেখা যায় তাকে কোষ গহবর বলে।
লাইসোজোম কাকে বলে?
যে অঙ্গানুটি কোষকে বিভিন্ন জীবানুর আক্রমন থেকে রক্ষা করে তাকে লাইসোজোম বলে।
রাইবোজোম কাকে বলে?
কোষের যে অঙ্গানু গুলো প্রোটিন সংশ্লেষনে সাহায্য করে তাদেরকে রাইবোজোম বলে।
সেন্ট্রিওল কাকে বলে?
প্রাণিকোষের নিউক্লিয়াসের কাছে দুটি ফাঁপা দন্ডের মতো অঙ্গানু দেখা যায়। তাদেরকে সেন্ট্রিওল বলে।
সেন্ট্রোপ্লাজম কাকে বলে?
সেন্ট্রিওলের চারপাশে অবস্থিত তরল পদার্থকে সেন্ট্রোপ্লাজম বলে।
সেন্ট্রোজোম কাকে বলে?
সেন্ট্রোপ্লাজম সহ সেন্ট্রিওলকে একত্রে সেন্ট্রোজোম বলে।
নিউক্লিয়াস কাকে বলে?
[Not Completed Yet]